প্রথম ধাপ: সর্বপ্রথম নিজের নামটি নিচের লিঙ্কে দেওয়া merit list থেকে খুঁজে নিয়ে পছন্দমত বিষয়ের ভর্তির জন্য payable amount টা দেখে নাও।।
দ্বিতীয় ধাপ: এরপর transaction লিঙ্কে গিয়ে সঠিক কোর্স বিবরণ ও সঠিক payable amount বেছে নিয়ে payment সম্পূর্ণ করে পেমেন্ট রিসিপ্টটি ডাউনলোড করে রাখবে।। ওটা কিন্তু আবার আপলোড করতে হবে।।
তৃতীয় ধাপ: এবার তুমি এডমিশান নেওয়ার জন্য প্রস্তুত।। এডমিশান পোর্টালে গিয়ে তথ্যাবলী দিয়ে রিসিপ্ট আপলোড করবে।। যদি আমাদের কলেজে আগে ভর্তি হওয়া স্টুডেন্ট হও তাহলে আগের এডমিশান রিসিপ্ট আপলোড করবে।। বলে রাখি, অ্যাপ্লিকেশন রিসিপ্ট আপলোড করলে কিন্তু চলবেনা।। তারপর ফর্মটি সম্পূর্ণ করে সাবমিট করলে তবেই এডমিশান পদ্ধতিটি সম্পূর্ণ হবে।।